বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রংপুরবাসীর সহযোগিতা চাইলেন পুলিশের ডিআইজি ও কমিশনার 

রংপুর ব্যুরো

রংপুরবাসীর সহযোগিতা চাইলেন পুলিশের ডিআইজি ও কমিশনার 

রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি ও আরপিএমপি কমিশনার বলেছেন, বর্তমান অবস্থায় হতাশায় মনোবল ভেঙে গেছে মাঠ পর্যায়ের পুলিশের। তাদের মধ্যে সংশয় ও ভীতি কাজ করছে। তাই সাংবাদিক ও রংপুরবাসী যদি আমাদের মনোবল, সাহস ও অভয় দেন, আমরা সেবা দিতে পারব। 

গত বৃহস্পতিবার রংপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের হলরুমে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

তারা আরও বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া নাগরিকসেবা দিতে পারছি না। কেননা আমরা বাইরে গেলে আক্রান্ত হলে, নাগরিকদের সেবা কিভাবে দেব। আমাদের কর্মপরিবেশ তৈরি করে দিন, আমরা যেন কোনো অপ্রীতিকর অবস্থার শিকার না হই। 

ডিআইজি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার জয় হয়েছে। সেই জয়ে রাষ্ট্রের সব কাঠামোয় সংস্কার হবে সবাই প্রত্যাশা করে। আমরাও পুলিশের মধ্যে বৈষম্যের সংস্কার চাই। 

পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, আমাদের সব কর্মকর্তা উপস্থিত হয়েছেন। আমরা ব্যথিত, আমরা দুঃখিত। রংপুরে অনেক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। আরও ঘটত যদি আমাদের বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগিতা না করত।

টিএইচ